শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডা. কামরুল হাসান খান বলেন, জাতির জনকের জন্মদিনে তার আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। তিনি স্বপ্ন দেখতেন সুখি-সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার। এজন্য সবসময় চিকিৎসকদের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান ছিলো মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিতে হবে। তিনি বোঝাতেন মানব সেবায় পরম ধর্ম। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবায় মানুষ সন্তুষ্ট মন্তব্য করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ এখন আর বিদেশে চিকিৎসা সেবা নিতে যান না। কেননা তারা জানেন এখানে কম খরচে ভালো চিকিৎসা সেবা পাওয়া যায়। আমরা সবসময় চেষ্টা করি মানুষকে সেবা দিতে আর, মানুষও আমাদের সেবায় সন্তুষ্ট।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক্ষ ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসজে/জেডএস