বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত গভীর রাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহ আলম, আমদই ইউনিয়ন শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, জামায়াত কর্মী রবিউল ইসলাম ও শিবিরকর্মী মাসুদুল আলম।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই কলেজের একটি কক্ষে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় আটটি পেট্রোল বোমা, দুইটি ককটেল ও ৩০০ গ্রাম গান পাউডারসহ চার জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি