শনিবার (১৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলী মিয়া মালত কান্দি নামে গ্রামের সোবহান মালতের ছেলে মৃত সুজন মালত।
এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আলী মিয়া মালত কান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় সুজন মালতসহ ৫ জন আহত হন। পরে আহত সবাইকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন সুজনের মৃত্যু হয়।
আহত অন্যরা হলেন- সোবহান মালতের স্ত্রী ফজিতুন্নেছা (৫৫), ছেলে বাবুল মালত (৩৪), মেয়ে আলেহা (৩২) ও পুত্রবধূ আসমা (২৫)।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইকরাম আলী মিয়া বাংলানিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুজন মালত নামে একব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি।
এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ওএইচ/টিআই