হঠাৎ জঙ্গিরা নিরীহ কিছু লোকজনকে আক্রমণ করে বসে। তখন একের পর এক বোমার শব্দে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।
শুরু হয় গুলি-পাল্টা গুলি। নিহত হয় কয়েকজন জঙ্গি। আহত হয় আরও কয়েকজন। এভাবেই ডিসপ্লেতে পুলিশের জঙ্গিবিরোধী অভিযান তুলে ধরা হয়।
শনিবার (১৮ মার্চ) বগুড়া জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বগুড়া পুলিশ লাইন্স মাঠে।
বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সঙ্গে আসেন তার সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি বেগম শাসসুন্নাহার রহমান।
এরপর প্রধান অতিথি সালাম গ্রহণ করে ঘোষণাপত্র পাঠ করেন। পাশাপাশি তিনি বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া ক্রীড়া মশাল প্রজ্জ্বলন করেন।
অনুষ্ঠানে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা চলে। এরমধ্যে বিভিন্ন ধাপে দৌড় প্রতিযোগিতা, বেলুন ফাটানো, বালিশ বদল, রশি টানাটানি, কলা গাছে ওঠা ছিলো অন্যতম। এসব প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন শাসসুন্নাহার রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন, বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমবিএইচ/ওএইচ/টিআই