ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুসিক নির্বাচন নতুন নির্বাচন কমিশনের একটি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
কুসিক নির্বাচন নতুন নির্বাচন কমিশনের একটি পরীক্ষা মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নতুন নির্বাচন কমিশনের জন্য একটি পরীক্ষা।

নির্বাচনী দায়িত্বে গাফিলতি বা নিরপেক্ষতা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা টাউন হলে নির্বাচন কমিশন আয়োজিত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কুমিল্লা জেলা প্রশাসক মা. জাহাংগীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব মো. আবদুল্লাহ, কুমিল্লার ডিজিএফআই অধিনায়ক কর্নেল আ ফ ম অতিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে প্রার্থীদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন চার জন মেয়র প্রার্থী  ও ৯ জন কাউন্সিলর প্রার্থী। তারা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার
দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।