ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খেলাঘর গাজীপুর জেলা সম্মেলন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
খেলাঘর গাজীপুর জেলা সম্মেলন সম্পন্ন সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপিকা পান্না কায়সার

গাজীপুর: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সম্পন্ন হয়েছে খেলাঘর গাজীপুর জেলা সম্মেলন।

বঙ্গতাজ মিলনায়তনে শনিবার (১৮ মার্চ) সকাল দশটায় দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপিকা পান্না কায়সার। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহ্সান রাসেল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ, খেলাঘরের পৃষ্ঠপোষক হারুন অর রশীদ চৌধুরী প্রমূখ।

জেলা কমিটির সভাপতি অধ্যাপক এম এম শওকত আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুজ্জামান হিমুর সঞ্চালনায়  বিভিন্ন পর্বে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জিল্লুর রহমান মুকুল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সুনীল কুমার সরকার মিন্টু এবং জাতীয় পরিষদ সদস্য সুবর্ণা আরফিন।

সম্মেলনে জয়ন্তিকা, ক্ষণিকা, স্বপ্নসিঁড়ি, বন্ধুমহল, শালবন, নব অভিযান, রুদ্রবীনা, মিতালী , ভাওয়ালিকাসহ বিভিন্ন শাখা আসরের ভাই-বোন, কর্মী-সংগঠকসহ অভিভাবক ও বিশিষ্টজনেরা অংশ নেন।

সম্মেলনে অধ্যাপক এম এম শওকত আলমকে সভাপতি  ও প্রকৌশলী সুমন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও খেলাঘর জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সম্মেলনে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।