শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া হাট সংলগ্ন ৪১ মাইল জুম্মার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশ কোচটি সৈয়দপুরের দিকে যাচ্ছিলো।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে এক শিশু, এক নারীসহ চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ১১ যাত্রী।
নিহতদের মধ্যে গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফিরোজ কবীরের স্ত্রী শাপলা বেগম (৩০), তার শিশু পুত্র আব্দুল আলিম (৬) ও নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল গ্রামের খুশ মাহবুবের ছেলে আব্দুল ওহাব মণ্ডলের (৪৫) পরিচয় পাওয়া গেছে।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭/আপডেটেড ০৯২৬ ঘণ্টা
আরআই/এসএইচ