ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে নৈশকোচ খাদে পড়ে শিশুসহ নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
গোবিন্দগঞ্জে নৈশকোচ খাদে পড়ে শিশুসহ নিহত ৬ গোবিন্দগঞ্জে নৈশকোচ খাদে পড়ে ৫ জন নিহত;ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি নৈশ কোচ খাদে পড়ে শিশু ও নারীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া হাট সংলগ্ন ৪১ মাইল জুম্মার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশ কোচটি সৈয়দপুরের দিকে যাচ্ছিলো।

গভীর রাতে বাসটি জুম্মারঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে এক শিশু, এক নারীসহ চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ১১ যাত্রী।

নিহতদের মধ্যে গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফিরোজ কবীরের স্ত্রী শাপলা বেগম (৩০), তার শিশু পুত্র আব্দুল আলিম (৬) ও নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল গ্রামের খুশ মাহবুবের ছেলে আব্দুল ওহাব মণ্ডলের (৪৫) পরিচয় পাওয়া গেছে।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭/আপডেটেড ০৯২৬ ঘণ্টা
আরআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।