ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীর বামন্দী-কাজীপুর সড়কে গাছ ফেলে বাস ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
গাংনীর বামন্দী-কাজীপুর সড়কে গাছ ফেলে বাস ডাকাতি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-কাজীপুর সড়কে গাছ ফেলে কয়েকটি নৈশ কোচে ও ট্রাকে গণ ডাকাতি হয়েছে। শনিবার (১৮ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ওই সড়কের হাড়াভাঙ্গা-বালিয়াঘাট মাঠের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা অস্ত্রের মুখে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ শ্যামলী পরিবহণ, ফাতেমা  পরিবহণ, জেআর, পণ্যবাহি ট্রাক, স্যালোইঞ্জিনচালিত আলগামন ও মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

শ্যামলী পরিবহনের (নম্বর-ঢাকা মেট্রো-গ- ১৪৪৩২৫) হেলপার শাহ আজিজ বাংলানিউজকে বলেন, রাত ৩টার দিকে আমরা কাজীপুর হয়ে বামুন্দী পার হচ্ছিলাম।

এসময় রাস্তায় গাছ ফেলে ছয়-সাতজনের একদল ডাকাত গাড়ি থামিয়ে ভেতরে উঠেই এক যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গাড়ির স্টাফদের কাছে থাকা মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়।  
ফাতেমা পরিবহনের হেলপার মিজানুর রহমান জানান, শ্যামলী পরিবহনের গাড়িতে ডাকাতি দেখে আমাদের গাড়ি উল্টো দিকে নেওয়ার চেষ্টা করছিলেন চালক। এসময় কয়েকজন ডাকাত এসে গাড়ির সামনের গ্লাস ভেঙে দেয়। পরে চালকের কাছে থাকা চালানপত্রের কিছু নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে জেআর পরিবহন,  একটি পণ্যবাহী ট্রাক, স্যালো ইঞ্জিন চালিত আলগামনের মাছ ব্যবসায়ী ও সাইকেল যাত্রীর কাছ থেকেও নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।

এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের দাবি, ডাকাতরা রাস্তায় গাছ ফেলেছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় ডাকাতি করতে পারেনি। তাছাড়া ওই রাস্তায় তেমন গাড়িও চলে না।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।