ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
পার্বতীপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১  ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ 

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে পাথর ও পান বোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক হেলপার হানিফ শেখ (৩৩) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাক দু’টির চালকসহ তিনজন।

রোববার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ছোট বৃত্তিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হানিফ শেখ রাজশাহীর পবা থানার কাপাসিয়া পশ্চিমপাড়ার হাসেম শেখের ছেলে।

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, ভোরে বৃত্তিপাড়া মোড়ে পঞ্চগড় থেকে রাজশাহীগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে রাজশাহী থেকে পঞ্চগড়গামী পান বোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পান বোঝাই ট্রাকের ট্রাক চালক শহিদুল ও হেলপার হানিফ শেখসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।  

পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে সৈয়দপুরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।