ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
রাজধানীতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর শেরে বাংলা থানাধীন চন্দ্রিমা উদ্যান লেক রোডে গাছ ভেঙে পড়ে মুজ‍াহিদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

মুজাহিদুল গাজীপুরের জয়দেবপুর এলাকার শামসুল হকের ছেলে।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোহরাব আল হোসেন জানান, গুরুতর আহতাবস্থায় মুজাহিদুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭ 
এজেডএস/আরআর/এসএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।