রোববার (১৯ মার্চ) খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (১৮ মার্চ) রাতে খিলগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন র্যাবের উপ সহকারী পরিচালক (ডিএডি) কাজী হাসানুজ্জামান।
শনিবার ভোর ৫টায় খিলগাঁও শেখের জায়গা এলাকায় র্যাবের অস্থায়ী চেকপোস্টে হামলা চালানোর চেষ্টা করে এক মোটরসাইকেল আরোহী। পরে র্যাবের গুলিতে নিহত ওই আরোহীর ব্যাগ থেকে তিনটি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হন।
এর আগে, শুক্রবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় আরেক দুর্বৃত্ত। বিস্ফোরণে বোমা বহনকারী নিহত হন, আহত হন দুই র্যাব সদস্য।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
পিএম/ওএইচ/এসএইচ