ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ২ মাদকসেবী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
সৈয়দপুরে ২ মাদকসেবী আটক

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুরে গাঁজার আসর থেকে দুই মাদকসেবীকে আটক করেছে গ্রাম পুলিশ। 

রোববার (১৯ মার্চ) সকালে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- উপজেলার তারাগঞ্জের কুর্শার মৃত আইনুদ্দিনের ছেলে তছলিম (৫০) এবং একই এলাকার দোয়ালীপাড়ার মৃত সৈয়দ মণ্ডলের ছেলে সিরাজুল (৪২) ।

জানা গেছে, খাতামধুপুরের খালিশা ধুলিয়া গ্রামের দু’টি বাড়িতে গাঁজার আসর বসেছে এ খবর পেয়ে গ্রাম পুলিশ অভিযান চালায়। এসময় ২শ’ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।  

ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।