ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শনির আখড়ায় বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
শনির আখড়ায় বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু 

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৮ ‍মার্চ) দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী রাকিব জানান, শনির আখড়া এলাকায় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় হিমাচল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত হুমায়ুনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টায় মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, হুমায়ুন নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শফিউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি দনিয়া এলাকার ৮১৫ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।