রোববার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পু্লিশ পরিদর্শক মো. জিয়াউল হক জানান, সকালে কুমিল্লাগামী ইটবোঝাই ট্রাকটি ধরখার বাসস্ট্যান্ড পার হয়ে সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক শ্রমিক মোক্তার মিয়া ঘটনাস্থালেই মারা যান। এসময় আহত হন আরো চার শ্রমিক। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মরদহে উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই