পুলিশ জানায়, শনিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মহসীন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সমাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটক ব্যক্তি উপজেলার সমাসপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. মোজাম্মেল হক (৪৫)।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, গ্রেফতার মোজাম্মেল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ২টি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, রোববার (১৯ মার্চ) তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আইএ