ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বাড্ডায় রিমা বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ মার্চ) ভোরে সংবাদ পেয়ে দক্ষিণ বাড্ডা এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।

পরিবারের সঙ্গে বাড্ডার ওই বাসায় ভাড়া বাসায় থাকতেন রিমা।

দুই সন্তানের জননী রিমার স্বামীর নাম বিপুল মিয়া।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জেরে রিমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই ‍আবদুল করিম।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এজেডএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।