রোববার (১৯ মার্চ) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চৌধুরী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসানুল হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, হাতীবান্ধা থানায় হাসানুলের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে পলাতক তিনি কালীগঞ্জে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ চৌধুরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হাসানুলকে রোববার বেলা ১২টার দিকে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলানিউজকে জানান, হাতীবান্ধা থানার একাধিক নাশকতা মামলায় গ্রেফতার শিবির সভাপতি হাসানুলকে বিকেলের মধ্যে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরআর/এমজেএফ