ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে শিবিরের উপজেলা সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
লালমনিরহাটে শিবিরের উপজেলা সভাপতি গ্রেফতার লালমনিরহাটে শিবিরের উপজেলা সভাপতি গ্রেফতার-ছবি-বাংলানিউজ

লালমনিরহাট: নাশকতার মামলায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাসানুল হক বান্নাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চৌধুরী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসানুল হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

তিনি ছাত্র শিবিরের হাতীবান্ধা উপজেলার সভাপতি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, হাতীবান্ধা থানায় হাসানুলের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে পলাতক তিনি কালীগঞ্জে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ চৌধুরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হাসানুলকে রোববার বেলা ১২টার দিকে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলানিউজকে জানান, হাতীবান্ধা থানার একাধিক নাশকতা মামলায় গ্রেফতার শিবির সভাপতি হাসানুলকে বিকেলের মধ্যে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।