শনিবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামক স্থানে র্যাবের অস্থায়ী চেকপোস্টে হামলা চালানোর চেষ্টা করে এক মোটরসাইকেল আরোহী। পরে র্যাবের গুলিতে নিহত ওই আরোহীর ব্যাগ থেকে বোমা ও একটি ভেস্ট উদ্ধার করা হয়।
ওইদিন রাতে অজ্ঞাত দু’জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন র্যাব-৩ সিপিসি-১ এর ডিএডি কাজী হাসানুজ্জামান। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা নং- ৪১।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শেখের জায়গা নামক স্থানে শুক্রবার দিনগত রাত পৌনে চারটার দিকে চেকপোস্ট বসানো হয়। ভোর ৫টার দিকে পূর্বদিক থেকে দু’টি মোটরসাইকেল বেপরোয়া গতিতে আসতে থাকে। প্রথম মোটরসাইকেলটি চেকপোস্টের কাছে আসলে র্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। কিন্তু সে মোটসাইকেল না থামিয়ে কনস্টেবল হাফিজুর রহমানকে সজোরে ধাক্কা দেয়।
তখন সিপাহী খাদেমুল ইসলাম সামনে এগিয়ে গেলে তাকেও ধাক্কা ও কিল-ঘুষি মেরে ফেলে দেয়। সে সময় ওই আরোহী মোটরসাইকেল ফেলে দিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করার চেষ্টা করে।
আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছোড়েন র্যাব সদস্যরা। তখন ওই হামলাকারী মাটিতে পড়ে গেলে পেছনের মোটরসাইকেলটিতে আসা আরো দুই দুর্বৃত্ত কৌশলে পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মাটিতে পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর কোমরে বেল্ট ও ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তু দেখা যায়। তখন র্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে আহত দুই সদস্যকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ওই সন্ত্রাসীর কোমরের বেল্ট থেকে একটি ও ব্যাগ থেকে চারটি বোমা উদ্ধার করেন। পরে এগুলোকে নিষ্ক্রিয় করা হয়। ওই সন্ত্রাসীর ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দুপুরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
নিহত ব্যক্তিকে ওই এলাকার কেউ চিনতে পারেনি। এতে স্পষ্ট বোঝা যায়, ওই ব্যক্তি দেশের অন্য কোথাও থেকে সন্ত্রাসী কোনো গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বোমা হামলার চেষ্টা করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যজিস্ট্রেট রবিন্দ্র চাকমার উপস্থিতিতে মরদেহের সুরতহাল শেষে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় অজ্ঞাত দু’জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬(২) উপধারা ১ এর (ক) এর (অ)/ (উ)/১১ ধারায় মামলা লিপিবদ্ধের আবেদন করেন বাদী কাজী হাসানুজ্জামান।
**নতুন করে ভাবাচ্ছে আত্মঘাতী হামলা
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
পিএম/জেডএস