রোববার (১৯ মার্চ ) ভোরের দিকে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ওরফে কামরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি উৎপল কুমার রায় ও এএসপি গোলাম মোর্শেদহস ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি টিম অভিযানে নেতৃত্ব দেন।
র্যাব-৬ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার করা ফেনসিডিল ও আটক কামরুল ইসলামকে গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
এদিকে ইউপি সদস্য কামরুল ইসলামের স্ত্রী নাজমা খাতুনের অভিযোগ, ১৮ মার্চ (শনিবার) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাদা পোষাকে আইন-শৃংঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাড়ির গেট খুলতে বলেন। আমরা তাদের সকালে আসার জন্য অনুরোধ করার পর বাড়ির প্রধান গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজার উপরের দেয়ালের অংশ ও ভেন্টিলেটার ভেঙে ভেতরে প্রবেশ করে।
তিনি আরও বলেন, আমার স্বামীকে ধরার কারণ জানতে চাইলে তারা কোনো উত্তর না দিয়ে বাইরে চলে যান। আবারও ফিরে এসে ৩ বোতল ফেনসিডিল হাতে ধরিয়ে দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পর আমরা জানতে পারি ঝিনাইদহ র্যাব-৬ তাকে আটক করে নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
জিপি/এসএইচ