ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে আগুনে পুড়লো কৃষকের ৪ গরু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
সিরাজগঞ্জে আগুনে পুড়লো কৃষকের ৪ গরু!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা নামের একটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের চারটি গরু পুড়ে মারা গেছে।

শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাহুকার কৃষক আব্দুল মজিদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন বাংলানিউজকে বলেন, গভীর রাতে কৃষক মজিদের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে তার চারটি গরুসহ গোয়াল ঘর পুড়ে যায়। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক আব্দুল মজিদ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।