নিহতরা হলেন- ধামরাই উপজেলার বাথুলি গ্রামের গেদু মিয়ার ছেলে কলা ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪০) এবং ট্রাকচালক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফকিরহাটি কান্দাপাড়ার তারা মিয়া (৪৫)।
অন্যদিকে আহত ব্যক্তির নাম গোলাম রব্বানীর (৪২) বাড়ি সাটুরিয়া উপজেলার গনিরটেক গ্রামে।
জানা গেছে, রাতে চার কলা ব্যবসায়ী কলা কিনতে ধামরাই উপজেলার বাথুলি থেকে ট্রাক নিয়ে সখিপুরের কুতুবপুর যাচ্ছিলেন। পথে পেকুয়া এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়কের পাশে ট্রাক থামিয়ে সবাই নিচে নামেন। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি চলতে শুরু করে। এসময় ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দেলোয়ার ও ট্রাক চালক তারা মিয়া নিহত হন। এতে আহত হন তাদের সঙ্গে থাকা গোলাম রব্বানী।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই