ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে ট্রাকচাপায় নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
মির্জাপুরে ট্রাকচাপায় নিহত দুই

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। রোববার (১৯ মার্চ) ভোরে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের পেকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ধামরাই উপজেলার বাথুলি গ্রামের গেদু মিয়ার ছেলে কলা ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪০) এবং ট্রাকচালক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফকিরহাটি কান্দাপাড়ার তারা মিয়া (৪৫)।  

অন্যদিকে আহত ব্যক্তির নাম গোলাম রব্বানীর (৪২) বাড়ি সাটুরিয়া উপজেলার গনিরটেক গ্রামে।

তাকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, রাতে চার কলা ব্যবসায়ী কলা কিনতে ধামরাই উপজেলার বাথুলি থেকে ট্রাক নিয়ে সখিপুরের কুতুবপুর যাচ্ছিলেন। পথে পেকুয়া এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়কের পাশে ট্রাক থামিয়ে সবাই নিচে নামেন। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি চলতে শুরু করে। এসময় ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দেলোয়ার ও ট্রাক চালক তারা মিয়া নিহত হন। এতে আহত হন তাদের সঙ্গে থাকা গোলাম রব্বানী।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।