ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাইজদীতে গৃহবধূর ঝুলন্ত মৃরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
মাইজদীতে গৃহবধূর ঝুলন্ত মৃরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে পান্না আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে পশ্চিম মাইজদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পান্না আক্তার ওই এলাকার ফারুক আহমদের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে বাড়ির ছাদের রডের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পান্নার মরদেহ ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পান্না আক্তার আত্মহত্যা করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মনয়া তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জান‍া যাবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।