ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে র‌্যালি পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে র‌্যালি-ছবি-বাংলানিউজ

ঝিনাইদহ: ‘পাখির জন্য অভয়াশ্রম গড়ি, পরিবেশ রক্ষা করি’ এ স্লোগানকে সামনে রেখে পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা পরিবেশ রক্ষায় পাখি সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে বিভিন্ন স্থানে পাখির অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদশে সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরআর/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।