ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
দেবিদ্বারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হাজেরা বেগম (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ মার্চ) ভোরে পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত হাজেরা বেগম জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ির পোলট্রি ব্যবসায়ী শাহ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে ওই নারী বাড়িতে একাই ছিলেন। রোববার সকালে লোকজন ঘরের বাইরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেয়।

দেবিদ্বার থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে নিহতের স্বামীসহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।