ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যমুনার ওপর ‘বঙ্গবন্ধু রেলসেতু’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
যমুনার ওপর ‘বঙ্গবন্ধু রেলসেতু’ রাজশাহী রেলওয়ে স্টেশনে ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক- ছবি: বাংলানিউজ

রাজশাহী: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেলওয়েবান্ধব। এ সরকারের আমলেই রেলওয়ের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। তাই যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরাল আরেকটি ডেডিকেটেড রেলসেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে ‘বঙ্গবন্ধু রেলসেতু’।

রোববার (১৯ মার্চ) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে রাজশাহী-খুলনা রুটে লাল-সবুজ কোচ সংযোজিত ট্রেন আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আর এক বছর নয় মাস মেয়াদ রয়েছে।

যদি এই সময়টা পাওয়া যায়, আর যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তবে রেলওয়ের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাবে। তা সম্ভব হলে ২০১৮ সালের ডিসেম্বর হবে রেলওয়ের যুগান্তকারী উন্নয়নের বছর। সবুজ পতাকা উড়িয়ে রাজশাহী-খুলনা রুটে নতুন ট্রেন ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।  ছবি: বাংলানিউজমুজিবুল হক বলেন, রাজশাহীসহ পশ্চিমাঞ্চলে আরও বেশি করে ট্রেন প্রয়োজন আছে। কিন্তু যমুনার ওপরে যে সেতু আছে, তাতে বেশি ট্রেন চালানোর ক্যাপাসিটি নেই। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যমুনার ওপর যে রেলসেতু আছে, তার সঙ্গে আরেকটি ডেডিকেটেড সেতু করা হবে।

‘এই কাজটি নিয়ে আমরা অনেক দূর এগিয়েছি। এখানে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। নির্মাণ কাজের জন্য অতি তাড়াতাড়ি আমরা টেন্ডার কল করবো। টেন্ডার কল করে যারা নির্মাণ কাজের ঠিকাদার তারা অতি তাড়াতাড়ি কাজ শুরু করবেন। যমুনার ওপর আলাদা বঙ্গবন্ধু রেলসেতু হলে আরও বেশি করে ট্রেন আসবে, উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের যাত্রীরা রেলের মাধ্যমে আরও বেশি করে সেবা পাবেন। ’

তিনি বলেন, বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে রেল চলাচল আরও বাড়বে।

রেলমন্ত্রী বলেন, কেবল এখানেই নয়, চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। বিএনপির আমলে বহু রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১৬ মার্চ আমরা একসঙ্গে ৬০টি স্টেশন চালু করেছি। এভাবে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে যেখানে যেখানে রেলওয়ে স্টেশন বন্ধ আছে, সেই সমস্ত জায়গায় রেলওয়ে স্টেশন চালু করে দেবো। একটিও বাদ থাকবে না। রাজশাহী-খুলনা রুটে যাত্রার উদ্বোধন উপলক্ষে লাল-সবুজ ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেন সাজানো হয় বর্ণিল সাজে।  ছবি: বাংলানিউজএছাড়া ছয়শো’ ৫০টি লেভেল ক্রসিংয়ের মানোন্নয়ন করা হবে ঘোষণা দিয়ে মুজিবুল হক বলেন, লেভেল ক্রসিংয়ের মানোন্নয়নে দু’টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরপর এক হাজার আটশো’ গেট কিপার নিয়োগ দেওয়া হবে। এটি হলে দেশের লেভেল ক্রসিং গেটের আর কোনো রকম সমস্যা থাকবে না।

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে জানিয়ে রেলওমন্ত্রী বলেন, এরইমধ্যে বিষয়টি নিয়ে চায়না কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।

বিএনপির বিগত সময়ের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে পুনরুজ্জীবিত করতে চান। তিনি বিদেশ থেকে টাকা এনে রেলের উন্নয়ন করছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে কথিত হরতাল-অবরোধে নামে সেই জাতীয় সম্পদ পুড়িয়েছেন। তাই আগামী নির্বাচনেও বিএনপি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেত‍াকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে সবুজ পতাকা উড়িয়ে রেলমন্ত্রী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ সার্ভিসের উদ্বোধন করেন।

নয়শো’ ৬৬ আসনের ১২টি কোচ নিয়ে দুপুর সোয়া ২টায় ট্রেনটি রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে, রোববার সকালে মন্ত্রী রেলপথে রাজশাহী আসেন। ট্রেন উদ্বোধন শেষে তিনি বিকেলে রেলওয়ে শ্রমিক লীগের রাজশাহীর দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭/ আপডেট: ১৭২৭ ঘণ্টা

এসএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।