রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে পৌরসভার মাইজদী-সোনাপুর প্রধান সড়কের উত্তর সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে। অতুল বিনোদপুর ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা এবং নলকূপ মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাইসাইকেলে করে জেলা শহর মাইজদী থেকে বাড়ি ফিরছিলেন অতুল। পথে উত্তর সোনাপুরের কলেজিয়েট স্কুল মোড়ে এলে পেছন থেকে আসা একটি বাস বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অতুল।
এ অবস্থায় স্থানীয়রা অতুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, চালকসহ বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরবি/