ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

একটি মহল জঙ্গিবাদের পক্ষে বিবৃতি দিচ্ছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
একটি মহল জঙ্গিবাদের পক্ষে বিবৃতি দিচ্ছে  বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বক্তব্য রাখছেন

সিরাজগঞ্জ: বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, একটি মহল জঙ্গিবাদের পক্ষে বিবৃতি দিচ্ছে। পুলিশ জঙ্গিদের হত্যা করতে চায় না। তারা বলছেন আমরা নাকি জঙ্গি নিয়ে খেলা করছি। 

সব বিষয়ে বিবৃতি দেয়া যায় না। জঙ্গিবাদ নিয়ে কোনো রাজনীতি করবেন না।

এটা দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, সাবধান করেন তিনি।

রোববার (১৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা
পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং এর বিশাল সমাবেশে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি বলেন, একটি মহল মিথ্যাচার করেই যাচ্ছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পার্বত্য শান্তিচুক্তি করেছিল। তখন ওই মহল প্রকাশ্য মিটিংয়ে বলেছিল শান্তিচুক্তির মাধ্যমে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন মিথ্যাচার করে তারা দেশব্যাপী নাশকতা সৃষ্টি করেছিল।

আইজিপি আরো বলেন, জনগণ ও পুলিশ এক সঙ্গে কাজ করার যে সংস্কৃতি তাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। হাজার হাজার অভিযান চালিয়ে, কোটি টাকার মাদক উদ্ধার, মাদক বিক্রেতা ও মাদক সেবীদের গ্রেফতার এবং হাজারও মামলা দিয়েও মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টি ও নাগরিকদের দায়িত্ববোধ সৃষ্টিতে কাজ করবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।

থানা থেকে টাউট-বাটপার ও দালালদের সরাতে হবে। জনগণ সরাসরি
পুলিশের কাছে যাবে, তাদের সমস্যার কথা বলবে। জনগণের সঙ্গে পুলিশের কোনো দূরত্ব থাকবে না। পুলিশ-জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে সুস্থ সমাজ গঠনই কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য, যোগ করেন তিনি।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।  

এ সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাসহ প্রায় অর্ধলক্ষ মানুষ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।