ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

লিফলেট বিতরণে নেমে হিযবুত তাহরীর সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
লিফলেট বিতরণে নেমে হিযবুত তাহরীর সদস্য আটক আটক হিযবুত তাহরীর সদস্য মো. আশরাফুল করিম খাঁন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট নগরীর খাসদবীর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে ওই এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব-৯’র সদস্যরা। আটক ব্যক্তির নাম মো. আশরাফুল করিম খাঁন (২৮)।

তার বাবার নাম মো. ফজলুল করিম খাঁন।

র‌্যাবের সহকারী পরিচালক জেড এম ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। যাতে বলা হয়েছে, সাধারণ জনগণের মধ্যে ম্যাগাজিন ও লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এনইউ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।