ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বাসের চাপায় কাজল বিবি (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মার্চ) ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

কাজল বিবি শরীয়তপুর জেলার দামাইদ্দা থানার চরসিদুরপুড়া এলাকার মৃত আক্কেল আলীর স্ত্রী।

তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় সাহেবপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ওই বৃদ্ধা নারী রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা খবর দিলে দুপুরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।