রোববার (১৯ মার্চ) ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
কাজল বিবি শরীয়তপুর জেলার দামাইদ্দা থানার চরসিদুরপুড়া এলাকার মৃত আক্কেল আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ওই বৃদ্ধা নারী রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা খবর দিলে দুপুরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ওএইচ/আইএ