ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, মুশফিক-সাকিবকে ফোন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, মুশফিক-সাকিবকে ফোন শততম টেস্টে টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জয়ের পরপরই শেখ হাসিনা  তার অভিনন্দন বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, জয়ের পরপরই প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটদলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেন।



তিনি দলের সদস্যদের  জন্য দোয়া করেন এবং বলেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছো, তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি । ’

জয় বাংলা বলে কথা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন ৭ মার্চে শুরু হওয়া এই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের নামও ‘জয় বাংলা কাপ’।

দুই ম্যাচের টেস্ট সিরিজে  দ্বিতীয়টি জয় করে শ্রীলঙ্কার সাথে সমতা নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন
**টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশ সময় ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।