ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

২৪ মার্চ শুরু হচ্ছে ‘এখানেই বাইক বাজার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
২৪ মার্চ শুরু হচ্ছে ‘এখানেই বাইক বাজার’ এখানেই ডট কম’র সংবাদ সম্মেলন- ছবি- কাশেম হারুণ

ঢাকা: রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেকেন্ড হ্যান্ড (ব্যবহৃত মোটরসাইকেল) বাইক মেলা ‘এখানেই বাইক বাজার'।

রোববার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে মেলার আয়োজক এখানেই ডট কম’র পক্ষ থেকে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৪ ও ২৫ মার্চ এ মেলা আয়োজন করবে অনলাইন মার্কেটপ্লেস এখানেই ডট কম।

সংবাদ সম্মেলনে এখানেই ডট কমের ডিরেক্টর শাহেদ রেদওয়ান নিপুন বলেন, দু’দিনের এ উৎসবে ব্যক্তিগত ব্যবহৃত হয়েছে এমন বাইক প্রদর্শন করা হবে। সেখান থেকে ক্রেতারা সহজে নিজের পছন্দের বাইকটি কিনে নিতে পারবেন। তাদের কেনাকাটায় স্বস্তি দিতে এখানেই ডট কম মেলায় স্থাপন করবে একটি বুথ। যেখানে বিআরটি’র সহায়তায় ক্রেতা প্রদর্শিত বাইকের কাগজপত্র পরীক্ষা করিয়ে নিতে পারবেন। ফলে শতভাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতারা বাইক কিনতে পারবেন।  

এছাড়া মেলায় ক্রেতারা বাইকের যন্ত্রাংশ এবং পারফরমেন্স পরীক্ষা করে দেখার সুযোগ পাবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা মেলাটিকে উৎসবমুখর করতে আমন্ত্রণ জানিয়েছি দেশের খ্যাতিমান ১৬ জন বাইক স্ট্যান্ড। এছাড়া মেলায় নারীরাও স্বাচ্ছন্দ্যে বাইক কিনতে পারবেন।  

মেলায় অন্ততপক্ষে ১০ হাজার দর্শনার্থী উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এখানেই ডটকমের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার সাফায়াত আলী চয়ন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৯,২০১৭
এমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।