তিনি উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
রোববার (১৯ মার্চ) বিকেলে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, সকালে এক সংবাদের ভিত্তিতে নিজ গ্রাম থেকে মকবুলকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মকবুল হোসেন অর্থ ঋণ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন বলেও জানান এসআই মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমবিএইচ/জিপি/টিআই