ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে মর্টার শেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
 মাধবপুরে মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি পুকুর খনন করতে গিয়ে মর্টার শেল উদ্ধার করেছে শ্রমিকরা। রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের রাজনগর গ্রামের একটি পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,  রাজনগর গ্রামের রহিছ মিয়ার পুকুর খনন করার সময় শ্রমিকরা মর্টার শেলটি দেখতে পান। তখন স্থানীয় লোকজন ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রমনতলা সীমান্ত ফাঁড়িতে খবর দেয়।

পরে ৫৫
বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদ বাংলানিউজকে জানান, এটি পুরনো এবং মরিচা পড়া। হয়তো মুক্তিযুদ্ধের সময় এটি কোনো কারণে এখানে পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।