রোববার (১৯ মার্চ) মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব ফরহাদ আহাম্মদ খানের দেওয়া এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন উপলক্ষে ওসি নজরুলকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার কথাও বলা হয় চিঠিতে।
চিঠির একটি অনুলিপি বাংলানিউজের কাছে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ইইউডি/জিপি/এমজেএফ/এইচএ