ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

চীনের বিশেষ দূতের ঢাকা সফর স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
চীনের বিশেষ দূতের ঢাকা সফর স্থগিত

ঢাকা: এশিয়া বিষয়ক চীনের বিশেষ দূত সান গোসিয়াং ঢাকা সফর স্থগিত করেছেন। মায়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার (২০ মার্চ) তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিলো তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার  বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সফরে চীনের বিশেষ দূত পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিলো।



মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নিয়ে উদ্বেগ জানিয়ে গত শুক্রবার একটি বিবৃতি দিতে চেয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম চীন ও রাশিয়া ভেটো দেওয়ায় তা আটকে গেছে।

এর পরেই চীনের বিশেষ দূত ঢাকা সফর বাতিল করেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।