ঢাকা: শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বঙ্গভবন প্রেস উইং জানায়, শততম টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন ৭ মার্চে শুরু হওয়া এই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের নাম ‘জয় বাংলা কাপ’।
যার দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়টিতে ৪ উইকেটের জয়ে শ্রীলঙ্কার সঙ্গে সমতা নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমইউএম/এসএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।