ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে অনন্য উচ্চতায় নেবে আইপিইউ সম্মেলন

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
বাংলাদেশকে অনন্য উচ্চতায় নেবে আইপিইউ সম্মেলন

ঢাকা: ক’দিন বাদেই প্রথমবারের মতো ঢাকায় বসছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৬তম সম্মেলন। আগামী ১ থেকে ৫ এপ্রিল পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে আইপিইউ ভুক্ত ১৭১টি দেশের মধ্যে ১৩৫টি দেশের সংসদ সদস্যরা অংশ নেবেন। এতে সংসদ সদস্যসহ এক হাজারের উপরে বিদেশি অতিথি অংশ নেবেন।

আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং আইপিইউ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করছে।

এরপর প্রতিদিন কয়েকটি সেশনে ভাগ হয়ে চলবে সম্মেলন। আইপিইউ বর্তমান প্রেসিডেন্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী আইপিইউ এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবেন।

আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, এই সম্মেলন বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এই আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে তুলে ধরতে পারলে বিশ্ব বাংলাদেশকে নতুন করে চিনবে। এই সম্মেলনে আইপিইউভুক্ত দেশের এমন সব সদস্য আসবেন যাদের মধ্যে কেউ প্রাক্তন মন্ত্রী, আবার অনেকে আগামীতে মন্ত্রী হবেন। এই সম্মেলনে বিভিন্ন দেশের সংসদের গুড প্র্যাকটিসগুলো তুলে ধরা হবে।  
 
তিনি বলেন, সম্মেলনটা এমন সময় হচ্ছে যখন আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। জাতিসংঘের মহাসচিবের পরিবর্তন হয়েছে। এই দুই নেতৃত্ব বিশ্ব সম্প্রদায় কিভাবে নিচ্ছে তাও সম্মেলন থেকে বেরিয়ে আসবে। একই সঙ্গে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই সম্মেলন।

নিরাপত্তা ইস্যুতে কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলন বাতিল হওয়ায় বিশ্বে বাংলাদেশের যেভাবে দেখা হচ্ছিল, সেই অবস্থার পরিবর্তন হবে। বাংলাদেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তন হবে।

এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা বহি:বিশ্বে উজ্জ্বল হবে। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন পণ্য তুলে ধরার জন্য একটি মেলা আয়োজন করা হবে।

টানা ৬ দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন নিয়ে চলছে জোর প্রস্তুতি। ইতোমধ্যে রাজধানীর ১৫টি পাঁচ তারকা মানের হোটেল বুকিং শেষ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।