আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং আইপিইউ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করছে।
আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, এই সম্মেলন বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এই আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে তুলে ধরতে পারলে বিশ্ব বাংলাদেশকে নতুন করে চিনবে। এই সম্মেলনে আইপিইউভুক্ত দেশের এমন সব সদস্য আসবেন যাদের মধ্যে কেউ প্রাক্তন মন্ত্রী, আবার অনেকে আগামীতে মন্ত্রী হবেন। এই সম্মেলনে বিভিন্ন দেশের সংসদের গুড প্র্যাকটিসগুলো তুলে ধরা হবে।
তিনি বলেন, সম্মেলনটা এমন সময় হচ্ছে যখন আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। জাতিসংঘের মহাসচিবের পরিবর্তন হয়েছে। এই দুই নেতৃত্ব বিশ্ব সম্প্রদায় কিভাবে নিচ্ছে তাও সম্মেলন থেকে বেরিয়ে আসবে। একই সঙ্গে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই সম্মেলন।
নিরাপত্তা ইস্যুতে কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলন বাতিল হওয়ায় বিশ্বে বাংলাদেশের যেভাবে দেখা হচ্ছিল, সেই অবস্থার পরিবর্তন হবে। বাংলাদেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তন হবে।
এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা বহি:বিশ্বে উজ্জ্বল হবে। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন পণ্য তুলে ধরার জন্য একটি মেলা আয়োজন করা হবে।
টানা ৬ দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন নিয়ে চলছে জোর প্রস্তুতি। ইতোমধ্যে রাজধানীর ১৫টি পাঁচ তারকা মানের হোটেল বুকিং শেষ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসএম/জেডএম