ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চারঘাটের সরদহে অগ্নিনির্বাপণ মহড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
চারঘাটের সরদহে অগ্নিনির্বাপণ মহড়া চারঘাটের সরদহে অগ্নিনির্বাপণ মহড়া-ছবি:বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস কার্যালয়ের উদ্যোগে রোববার (১৯ মার্চ) দুপুরে সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মহড়া হয়। চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এতে সহযোগিতা করেন।

মহড়া পরিচালনা করেন রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন।

মহড়ায় এয়ার জাম্পিংয়ের সাহায্যে বহুতল ভবনে আটকে পড়া লোক উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ক বিভিন্ন উদ্ধার কার্যক্রম দেখানো হয়।

অগ্নিনির্বাপণ বিষয়ক উদ্ধার মহড়ায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক সাইদা বেগম।

এছাড়া স্কুলের শিক্ষক-কর্মচারীসহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।