আটক ব্যক্তিরা হচ্ছেন- পিরোজপুর জেলার লক্ষ্মণা গ্রামের জামাল হোসেন (৩৯), কাঠালিয়া থানার হেতালবুনিয়া এলাকার পাপ্পু (৩৫), মঠবাড়িয়ার গুলিশাখালী এলাকার মিলন সিকদার (৩৪) ও মঠবাড়িয়ার গোলবুনিয়া এলাকার বাবুল খান (৩০)।
রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক থেকে তাদের আটক করা হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শাহেব আলী পাঠান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের কাছে রাবারের বুলেট জাতীয় দ্রব্য, ফয়েল পেপার, টেপ কার্বন পেপার, কৌটাসহ কিছু মালপত্র পাওয়া গেছে; যা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা যায়। তবে এসব তারা কেন বহন করছিল সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তারা কোনো ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, পটুয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই