ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় সন্দেহভাজন ৪ ব্যক্তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
কলাপাড়ায় সন্দেহভাজন ৪ ব্যক্তি আটক পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সন্দেহভাজন হিসেবে আটক চারজন

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে রাবারের বুলেট জাতীয় দ্রব্য, ফয়েল পেপার, কার্বন পেপারসহ সন্দেহজনক কিছু মালপত্র জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হচ্ছেন- পিরোজপুর জেলার লক্ষ্মণা গ্রামের জামাল হোসেন (৩৯), কাঠালিয়া থানার হেতালবুনিয়া এলাকার পাপ্পু (৩৫), মঠবাড়িয়ার গুলিশাখালী এলাকার মিলন সিকদার (৩৪) ও মঠবাড়িয়ার গোলবুনিয়া এলাকার বাবুল খান (৩০)।  

রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক থেকে তাদের আটক করা হয়।

 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শাহেব আলী পাঠান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের কাছে রাবারের বুলেট জাতীয় দ্রব্য, ফয়েল পেপার, টেপ কার্বন পেপার, কৌটাসহ কিছু মালপত্র পাওয়া গেছে; যা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা যায়। তবে এসব তারা কেন বহন করছিল সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তারা কোনো ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

তিনি আরো জানান, পটুয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।