ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
কালীগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৩৫) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আজিজুল ইসলাম নামে আরেক আরোহী।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারোবাজারের বাদেডিহি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার সোনালিডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে বাইসাইকেল করে বারোবাজার যাচ্ছিলেন আব্দুল্লাহ ও আজিজুল। পথে বাদেডিহি নামক স্থানে এলে একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ নিহত হন। এসময় আহত হন আজিজুল।

আজিজুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।