এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার অভিযান পরিচালনা করেন।
রোববার (১৯ মার্চ) এপিবিএন থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের ‘বিক্রমপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করায় ব্যবস্থাপক মো. সালাউদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা, একই অপরাধে ‘মামা হোটেল’র ব্যবস্থাপক মো. লিটন মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা, মতিঝিলের বাণিজ্যিক এলাকায় ‘সুরভী রেস্টুরেন্ট’র ব্যবস্থাপক মো. মোস্তাফা আলীকে ২০ হাজার টাকা জরিমানা, ‘মারলিন রেস্তোরাঁ’র ব্যবস্থাপক মো. জহিরকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।
এছাড়া গুলশান-১ নম্বরে অনুমতি ছাড়া অন্যের দেয়ালে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানের প্রচারণা করায় ‘বেকিট বেন কিসার’র ব্যবস্থাপক মো. তাজিম রেজওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা, একই অপরাধে মগবাজার রমনায় ‘সিও জাজ মাল্টিমিডিয়া লিমিটেড’র ব্যবস্থাপক মো. আমিনুল ইমলামকে ১০ হাজার টাকা জরিমানা, ‘থ্রি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করায় ব্যবস্থাপক মো. মোতালেবকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান- সাইদুর রহমান রুবেল।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরআইএস/জেডএস