ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যাগটাই ছিলো বোমা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ব্যাগটাই ছিলো বোমা!  আশকোনায় ৠাব ক্যাম্পে হামলার স্থল। ফাইল ফটো

ঢাকা: কৌতূহল সৃষ্টি হয়েছিল আশকোনার র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো যুবকের কাঁধে থাকা  ব্যাগসদৃশ বস্তুটি নিয়ে। কি ছিলো তাতে? সেই জঙ্গি কিংবা তাদের নেটওয়ার্কের কোন বার্তা ছিলো কি?

আশকোনার ক্যাম্পে বিস্ফোরণের পর বোমা ডিসপোজাল ইউনিটের সুইপিংয়ের সময় অদ্ভূত সিগন্যাল দিচ্ছিল ব্যাগটি। র‍্যাবের ধারণা ছিল, বোমা আছে ব্যাগে।

দীর্ঘ পরীক্ষার পর জানা গেলো- সেটি আদতে ব্যাগই ছিলো না। ছিলো বিশেষ ধরনের বোমা। সেই বোমাটাই ব্যাগের মতো দেখাচ্ছিলো।

বাংলাদেশে এ ধরনের এতো বড় ও শক্তিশালী হাতে তৈরি বোমা আগে কখনো ব্যবহার হয়নি। এটা ব্যাগের মতোই কাপড়ে প্যাঁচানো।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান  বলেন, দূর থেকে দেখে সবাই মনে করেছিল এটি ব্যাগ। কিন্তু এটা ছিলো বোমা। বোমাটি পরবর্তীতে নিষ্ক্রিয় করেছে র‍্যাব।

গত শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারী যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন র‍্যাবের ২ কর্মকর্তা।

এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা। আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিজেদের মতো করে আলামত সংগ্রহ করে র‍্যাব।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এজেডএম/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।