ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার স্বীকারোক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার স্বীকারোক্তি

গাজীপুর: হরকাতুল জিহাদের নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ তার সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত দুই জঙ্গি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৯ মার্চ) বিকালে আদালতে জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

ওই দুই জঙ্গি হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পূর্ব পাগলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মোস্তফা কামাল (২২) ও নরসিংদীর মনোহরদী উপজেলার কাটিকাটা উত্তর এলাকার রতন মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে প্রিজনভ্যানে বোমা হামলার ঘটনায় গ্রেফতার করা হয় মোস্তফা কামাল ও মিনহাজুল ইসলামকে। পরে কয়েক দফা রিমান্ডে নিয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে রোববার (১৯ মার্চ) বিকেলে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

তাদের মধ্যে মোস্তফা কামাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইলিয়াস রহমানের আদালতে এবং মিনহাজুল জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাইয়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, জবানবন্দি শেষে আসামিদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

গত ০৬ মার্চ সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় প্রিজনভ্যানে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ তার সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে হামলা ও বোমা বিস্ফোরণ ঘটান জঙ্গিরা। তারা জঙ্গি নেতাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ চেষ্টা নস্যাৎ করে দিয়ে ঘটনাস্থল থেকে মোস্তফা কামালকে বোমাসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুসারে ০৭ মার্চ নরসিংদী থেকে মিনহাজুলকে গ্রেফতার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।