ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

মাদারীপুর: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৯ মার্চ) দুপুরে ও রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘটকচর ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা এসকেন্দার খান (৬৫) ও মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজার এলাকার মোবারক বেপারীর স্ত্রী রহিমা বেগম (৫৫)।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর মোরর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাত ৮টার দিকে হাউসদি বাজারে ইজিবাইকের চাপায় রহিমা বেগম নামে এক নারী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, দুপুরে উকিলবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধা এসকেন্দার খান রাস্তা পার হতে গেলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।