রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা মগর ইউনিয়নের আমিরাবাদ বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল মালেক খানের স্ত্রী ও সন্তান।
ডুবলী গ্রামের বাসিন্দা মো. রায়হান খান বাংলানিউজকে জানান, সন্ধ্যার পরে বৃষ্টি শুরু হলে মেয়েকে সঙ্গে নিয়ে খেত থেকে খেসারি ডাল তুলতে যান মমতাজ বেগম। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে নিহত হন মমতাজ। এছাড়া হাফিজার দুই পা ঝলসে যায়।
আহত হাফিজাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমএস/আরএ