ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অনলাইনে বন্ধ হয়নি পিস টিভি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
অনলাইনে বন্ধ হয়নি পিস টিভি! অনলাইনে চলছে পিস টিভির প্রচারণা

ঢাকা: বিতর্কিত টেলিভিশন চ্যানেল ‘পিস টিভি’ ক্যাবল নেটওয়ার্কে বন্ধ হলেও এখনো চলছে অনলাইনে। বিভিন্ন ইসলামিক সংগঠন চ্যানেলটি অনলাইন থেকে তাদের ফেসবুক পেজে লাইভ দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারী সন্ত্রাসীরা পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে কিন্ডারগার্টেনের মতো গড়ে ওঠা পিস স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়।

হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয়। তৎকালীন সময়ে তিনি আফ্রিকায় অবস্খান করছিলেন।

বিশ্বজুড়ে এক রহস্যময় চরিত্র হয়ে ওঠ‍া জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার বক্তব্যে ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীদের হেয় করা হয়। ইসলাম বিস্তারে তার বক্তব্য উগ্রবাদীতাকে উস্কানি দেয়।

তারপরও অনলাইন বন্ধ না করাতে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ‌আহলে সুন্নতের মতো সংগঠনগুলো পিস টিভি সরাসরি সম্প্রচার করে যাচ্ছে। যা যুব সমাজকে আবারো উগ্রবাদিতার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।