ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে ২০ কার্টন সিগারেট জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
শাহজালালে ২০ কার্টন সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ কার্টন (চার হাজার চারশ’ শলাকা) আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

সোমবার (২০ মার্চ) সকাল পৌনে ১০টায় এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান।

তিনি জানান, সকালে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর জি-৯৫১৭’তে আসা শামসুদ্দিন নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে যুক্তরাষ্ট্রের ৩০৩ ব্র্যান্ডের ২০ বিশ কার্টন সিগারেট পাওয়া যায়।

শুল্ক বিভাগ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসজে/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।