সোমবার (২০ মার্চ) সকাল পৌনে ১০টায় এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান।
তিনি জানান, সকালে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর জি-৯৫১৭’তে আসা শামসুদ্দিন নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে যুক্তরাষ্ট্রের ৩০৩ ব্র্যান্ডের ২০ বিশ কার্টন সিগারেট পাওয়া যায়।
শুল্ক বিভাগ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসজে/এএটি/জেডএস