ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রামগড়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
রামগড়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় বজ্রপাতে রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় তাদের একটি গরুও মারা গেছে।

সোমবার (২০) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া উপজেলার এক নম্বর রামগড় ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি এলে বাড়ির পাশের খড়ের গাদায় বাধা গরু আনতে যান রোকেয়া। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং গরুর মৃত্যু হয়। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামগড় ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সদস্য নবরায় ত্রিপুরা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।