হেরিটেজ ভবনের তালিকা বাতিলের দাবি-ছবি:দীপু মালাকার
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন হেরিটেজ ভবনের তালিকা প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের সংগঠন সচেতন নাগরিক সমাজ।
সোমবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে হেরিটেজ ভবনের তালিকা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস বলেন, শাঁখারিবাজার, তাঁতিবাজারের প্রতিটি ভবন হেরিটেজের অন্তর্ভুক্ত।
এখানে আমরা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকির মধ্যে বসবাস করছি। ভাড়াটিয়ারা ভয়ে ভাড়া থাকতে চান না। পুরাতন দালান পুনঃনির্মাণ করতে চাইলে সিটি করপোরেশনের লোক এসে বাধা দেয়। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।
এমন পরিস্থিতিতে অতিদ্রুত হেরিটেজের কালো তালিকা বাতিল না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাহ শাহ, ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমসি/এএটি/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।