কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রী ও গৃহবধূ স্নিগ্ধা আক্তার হত্যা মামলার প্রধান আসামি স্বামী শিশিরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও শিশিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শিশির দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭ আপডেট: ১৪০০ ঘণ্টা
এনটি/এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।